মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় চলন্ত বাসে ঢিল আতংক!

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৮, ২০১৮
news-image

সেলিম সজীবঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে চলন্ত বাসে পাথর ছুড়ে যাত্রীদের আহত করার দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। চলন্ত বাসে জানালায় পাথর ছুড়ে মারার ঘটনায় উদ্বিগ্ন যাত্রী-সাধারণ সহ। গত কয়েক বছরে বাসের ড্রাইভারসহ বেশ কয়েকজন আহত হওয়ায় এই পাথর ছুড়ে মারার প্রবণতাটি বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে।

ফেসবুকেও এই বিষয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করায় সম্প্রতি আবারো আলোচনায় উঠে এসেছে এই প্রসঙ্গটি।

খোঁজ নিয়ে জানা যায়, নিয়মিত মাদক সেবনের জন্য মাদকসেবীরা বেছে নেয় বিভিন্ন ধরনের অপরাধ। এসব অপরাধ বা অপকর্মের অংশ হিসেবে মাদক সেবীরা বাসের যাত্রীদের মোবাইল ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেয়। আবার কেউ কেউ ছিনতাইয়ের অংশ হিসেবে চলন্ত বাসে ঢিল ছুড়ে মারে।

এছাড়াও চান্দিনায়, ইলিয়টগঞ্জ, রেলওয়ে ষ্টেশন, পদুয়াবাজার বিশ্বরোড এলাকায় বিকেলের পর থেকে সন্ধারাত পর্যন্ত আড্ডা দেয় আশপাশের এলাকার বখাটে যুবকরা। এসময় চলন্ত বাসে ঢিল ছুড়তে দেখা যায় এসব বখাটে যুবকদের।

আর পড়তে পারেন