শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ইউএনও

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৩, ২০২০
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান।

শনিবার দুপুরে উপজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক হাজী আবুল কাসেম ওমানীর সভাপতিত্বে ওই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কুমিল্লা উত্তর স্বেচ্ছাসেবক লীগ প্রভাবশালী নেতা মোঃ নুরুল আমিন ।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাহাদাত হোসেন শোয়েব, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ আর আনোয়ার প্রবাসী,স্থানীয় ইউপি যুবলীগের সভাপতি অপু আহমদ, ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা।

উদ্বোধন কালে প্রধান অতিথি রাকিব হাসান বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবর্ষ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে সারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণ কাজ চালিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় আমাদের দেবিদ্বার উপজেলায় ৮ নং ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হলো। প্রত্যেকটি এলাকাতে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম চলবে।

আর পড়তে পারেন