শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

‘কর্তব্যের তরে করে গেলে যারা আত্মবলিদান, প্রতি ক্ষনে স্মরি রাখিব ধরি তোমাদের সম্মান’ এ প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়েছে।

রোববার সকালে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষে নগরীর পুলিশ লাইন্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ নগরীর সুশীল সমাজের নেতৃবৃন্দ। এর আগে একটি র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুলিশ লাইন্সের অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া হাইওয়ে পুলিশ, পিবিআই, সিআইডিসহ জেলার ১৮টি থানার পক্ষে দেয়া শ্রদ্ধাঞ্জলিতে ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিস্তম্ভ। অনুষ্ঠানে ২০১৮ সাল এবং তার আগে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হওয়া ৫৮টি পরিবারের সদস্যদের সম্মাননা দেয়া হয়।

আর পড়তে পারেন