শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় রবিবারে ৭৯  জনের করোনা শনাক্ত: সবচেয়ে বেশি দেবিদ্বারে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২১, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় রবিবারে ৭৯  জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮১ জনে।

আজকের রিপোর্টে  মুরাদনগরে ১ জন  মৃত দেখানো হয়েছে।  ফলে মৃত্যু সংখ্যা ৭৯ জন হলো ।

আজকের রিপোর্টে ৩০ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন  বুড়িচংয়ে ১১ জন, দেবিদ্বারে ১৪ জন, সদর দক্ষিণে ১ জন, হোমনায় ৩ জন ও মুরাদনগরে  ১ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ৭ জন, আদর্শ সদরে ২  জন, সদর দক্ষিণে ৮ জন, বরুড়ায় ৬ জন, চৌদ্দগ্রামে ৬ জন, মুরাদনগরে ৮ জন,  দাউদকান্দিতে ৪  জন, বুড়িচংয়ে ৭ জন, হোমনায় ১৩ জন, দেবিদ্বারে ১৪ জন,  ব্রাহ্মণপাড়ায় ২ জন ও
লাকসামে  ২ জন।

রবিবার (২১ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৮২ জন, মুরাদনগর ২১৫ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৬৩৫  জন, লাকসামে ১৭১ জন, চান্দিনায় ১৭০ জন, তিতাসে ৭১ জন, দাউদকান্দিতে ১১৫ জন, বরুড়ায় ৮৪ জন, বুড়িচংয়ে ১৪৬ জন, মনোহরগঞ্জ উপজেলায় ৭৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৫১ জন, নাঙ্গলকোটে ১২৮ জন, হোমনায় ৬৯ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৭১ জন, লালমাইয়ে ৩৪ জন, চৌদ্দগ্রামে ২০৭ জন, আদর্শ সদরে ১১২ জন, মেঘনায় ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৬  হাজার ২৬২ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৪ হাজার ৮৪৪ জনের। এর মধ্যে ২ হাজার ৬৮১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৭৯ জন এবং সুস্থ হয়েছে মোট ৭৭৭ জন।

 

 

 

 

 

আর পড়তে পারেন