কুমিল্লা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
কুমিল্লা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আলী নুর বশির, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইনউদ্দিন চিশতি, বিএডিসি (সেচ) নির্বাহী প্রকৌশলী রুবাইয়াত ফয়সাল আল মাসুম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা, সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, কৃষি অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধান এবং ইউএনওগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার রাস্তা, ড্রেন, জলাবদ্ধতা নিরসন ও যানজট নিরসন নিয়ে আলোচনা হয়। জুলাই শহীদদের কবরের কাজ নিয়ে আলোচনা করা হয়। কবরের কাজ যেনো সঠিকভাবে হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারি করতে বলা হয়। গৃহহীন জুলাই শহীদ ও আহতদের ঘর নির্মাণ করার জন্য বলা হয়। জানানো হয় মুরাদনগর উপজেলায় আহত গৃহহীন জুলাই যোদ্ধার জন্য ঘর করা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র হচ্ছে। বিষয়গুলো মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে হবে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, নথি সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সবার যার যার অবস্থান থেকে সচেতনতা জরুরি। যার যার অফিস স্থাপনার বিশেষ গুরুত্ব সহকারে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচন পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে।
সভায় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্ব-স্ব অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালনের জন্য সকল দপ্তর প্রধানকে আহবান জানানো হয়।











