কুমিল্লা নগরীর ২২ নং ওয়ার্ডে পুকুরে ডুবে দুই শিশুশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লা নগরীর ২২ নং ওয়ার্ডের শ্রীবল্লভপুর পশ্চিমপাড়ায় পুকুরে পড়ে দুই শিশুশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ভূঁইয়া বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নবীনগর থানার ভৈরব নগর গ্রামের প্রবাসী আবদুল হকের ছেলে নুরুল হক (৯) এবং বুড়িচং উপজেলার ইঞ্জিল মিস্ত্রি শাহাজানের ছেলে। তারা দু’জনেই কুমিল্লা নগরীর শ্রীবল্লভপুর পশ্চিমপাড়া হাজী আশু মিয়া ভূঁইয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলতে গিয়ে শিশু নুরুল হক নিখোঁজ হয়। পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে মা ফাতেমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে চিৎকার শুরু করেন—“আমার ছেলে পানিতে পড়ে গেছে, বাঁচান।” স্থানীয়রা দ্রুত খোঁজাখুঁজি শুরু করে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এলাকার লোকজন জানান, নিহত দুই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। হঠাৎ এমন দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শিশু দু’জনের মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে শ্রীবল্লভপুর পশ্চিমপাড়া এখন অশ্রুভেজা শোকস্তব্ধ।