শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুসিক নির্বাচন: মেয়র পদে ১০ জন, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪৮ জন মাঠে সক্রিয়

আজকের কুমিল্লা ডট কম :
মে ২, ২০২২
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট ১৫ জুন। ভোট হবে ইভিএমে । বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে ব্যানারে পোষ্টারে শুভেচ্ছা জানিয়ে, ইফতার মাহফিলে অংশগ্রহণ করে ও মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ভোটের আশায়। কুসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন ১০ জন। আওয়ামীলীগ থেকে ৭ জন এবং বিএনপি থেকে ২ জন ও কুসিক মেয়র মনিরুল হক সাক্কু। এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যবসায়ি কাউছার জামান বাপ্পি ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। বিএনপি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে না সেহেতু কাউছার জামান বাপ্পি নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র থেকে নিজাম উদ্দিন কায়সার নির্বাচন করবে বলে বিভিন্ন সূত্র জানায়।

তবে আ’লীগ থেকে মেয়র প্রার্থীর তালিকাটা বেশ দীর্ঘ। মনোনয়ন লড়াইয়ে সম্ভাব্য প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম, বাংলাদেশের ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মিঠু । এছাড়া মনোনয়ন লড়াইয়ে না থাকলেও সংরক্ষিত সাংসদ আনজুম সুলতানা সীমাও মনোনয়ন পেতে পারেন বলে বিভিন্ন সূত্র জানায়। এদিকে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ বিগত ৩ বছর ধরে মহানগরের ২৭ ওয়ার্ডজুড়ে কাজ করে গেছেন, তবে  তিনি প্রকাশ্যে নির্বাচন করার কথা এখনো বলেননি।

এদিকে কুসিকের ২৭টি ওয়ার্ডে ১১৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। তারা হলেন, ১ নং ওয়ার্ডে কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া (জামায়াত), আবুল হোসেন ছোটন (আ’লীগ), মোস্তাক আহমেদ হিরন ও মো: ইকবাল হোসেন, ২ নং ওয়ার্ডে কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ ( আওয়ামীলীগ), বিল্লাল (বিএনপি), একরামুল হক রুবেল (আওয়ামীলীগ) , আব্দুল হামিদ (ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক) ও ছাত্রলীগ নেতা শিপন (আওয়ামীলীগ), ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর সরকার মোহাম্মদ জাবেদ (আওয়ামীলীগ),ইঞ্জিনিয়ার মনিরুল আলম ( আওয়ামীলীগ – আফজল খান গ্রুপ), মুরাদ মিয়া (আওয়ামীলীগ) ও মো: ফয়েজ, ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ আবদুল জলিল, কবির আহমেদ (আলীগ), সাবেক কাউন্সিলর মোসলেহ উদ্দিন, নাছির উদ্দিন আজিম, মো: শাহজাহান, আরিফুল ইসলাম চৌধুরী, মো: স্বপন আলী ও এনামুল হক ভূইয়া, ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর সৈয়দ রায়হান, সাবেক কাউন্সিলর একে সামাদ সাগর (ওয়ার্ড আলীগ সেক্রেটারি) ও মো: মোখলেছ (ওয়ার্ড বিএনপি সদস্য), ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ মোশারফ হোসেন (জামায়াত), কাজী হাসান ইমাম সাগর, আমিনুল ইসলাম ইকরাম ও মো: পারভেজ, ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ শাহ আলম খান, হাসান খান, হিম্মত খান ও আব্দুর রহমান, ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর এড. মোহাম্মদ একরাম হোসেন বাবু (জামায়াত), জহিরুল ইসলাম কামাল (আ’লীগ) ও রাজন পাল , ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর জমীর উদ্দিন খান জম্পি (আ’লীগ), কামাল হোসেন, আশিকুর রহমান সর্দার ও মিজানুর রহমান মিলন, ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ মনজুর কাদের (মনি), হেলাল উদ্দিন ও শেখ সোহরাব উদ্দিন রাজেশ, ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর হাবিবুর আল-আমিন সাদী (যুগ্ম আহ্বায়ক -মহানগর যুবলীগ), কাজী শামসুল আলম শাহলম (সদস্য- মহানগর যুবলীগ), ছিদ্দিকুর রহমান বেলাল ও মো: পারভেজ হানিফ, ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ ইমরান (ইমরান বাচ্চু), জিয়াউল হক মুন্না -(মহানগর আলীগ), মো: আলী আফজল, শফিউল আজম রতন ও মো: ওমর ফারুক , ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ শাখাওয়াত উল্লাহ শিপন, রাজীউর রহমান রাজীব, কাইয়ুম খান বাবুল (আ’লীগ- এমপি বাহার গ্রুপ), প্রভাষক নুরে আলম বাবু (জামায়াত ), কাউছার খন্দকার (মহানগর যুবলীগের সদস্য) ও জসিম উদ্দিন (আ’লীগ ), ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ সেলিম খাঁন (বিএনপি) ও আবুল কালাম আজাদ হাশেম (ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি), ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর সাইফুল বিন জলিল (আওয়ামীলীগ) , সাবেক কাউন্সিলর শাহজাহান সিরাজী সাজু (ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাহী সদস্য), মো: হুমায়ন কবির- ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক), রোকন উদ্দিন (মহানগর যুবলীগের নির্বাহী সদস্য), সৈকত ও সাইফুল ইসলাম রেনু (বিএনপি), ১৬ নং ওয়ার্ডে কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল (আওয়ামীলীগ), আনোয়ার হোসেন খোকন (ওয়ার্ড আলীগের সভাপতি), হাজী আমির হোসেন (ওয়ার্ড আ’লীগের সেক্রেটারি) ও জাহাঙ্গীর হোসেন, ১৭ নং ওয়ার্ডে হানিফ মাহমুদ (জাপান আলীগ শাখার সভাপতি), প্রয়াত কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো: রোমন, মোস্তফা কামাল (ওয়ার্ড আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক), সৈয়দা শাহনাজ আক্তার রুনা (মৃত . কাউন্সিলর সোহেলের স্ত্রী), ও মো: হানিফ (সাধারণ সম্পাদক- ওয়ার্ড আলীগের সাধারণ সম্পাদক), ১৮ নং ওয়ার্ডে কাউন্সিলর হাজী মো: আফসান মিয়া (ওয়ার্ড আলীগ সভাপতি), গোলাম মোস্তফা শরীফ (বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক), সাবেক কাউন্সিলর এড.শওকত আকবর (ওয়ার্ড আলীগ সাধারণ সম্পাদক) ও যুবলীগ নেতা রাজু আহমেদ, ১৯ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ জাকির হোসেন ( আলীগ), নাজমুল হাসান চৌধুরী কামাল (মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য), গোলাম মহিউদ্দিন শরীফ ও মীর কাশেম, ২০ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ ছিদ্দিকুর রহমান, সুরুজ চেয়ারম্যান, আনোয়ার হোসেন ও এমদাদুল হক চৌধুরী বাবু, ২১ নং ওয়ার্ডে কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান (আলীগ), গোলাম মোস্তফা মজুমদার, এ কে এম নুরুল আমিন সরকার, মো: আকতার হোসেন, মনির উদ্দিন রমিজ ও কবির হোসেন ভূইয়া, ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ শাহ আলম মজুমদার, মো: আব্দুল ওয়াহেদ মজুমদার, মো: আজাদ হোসেন ( আ’লীগ) , মো: ছাদেকুর রহমান, হাবিবুর রহমান, বিজয় রতন দেবনাথ ও আবদুল কাদের মজুমদার, ২৩ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন, আনিছুর জামান আনিছ, নুর মোহাম্মদ প্রকাশ্যে কাজল ও মো: শাহ জালাল, ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ ফজল খান, মো: মোস্তফা কামাল, এড. মো: আরিফুজ্জামান, মো: আক্তার হোসেন, মো: মানিক খান ও ইদ্রিস মিয়া, ২৫ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ এমদাদুউল্লাহ, মো: রিয়াদ হোসেন, আব্দুল খালেক ও মো: রফিকুল ইসলাম , ২৬ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ আব্দুস সাত্তার , মো: জহিরুল ইসলাম ও গোলাম সারওয়ার কাউছার, ২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ আবুল হাসান, আবুল কালাম, মো: মোশারফ হোসেন ও আব্দুল মান্নান ।

এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী নির্বাচনী প্রচারণায় মাঠে রয়েছেন। তারা হলেন ১,২ ও ৩ নং ওয়ার্ডে কাউন্সিল কাউছারা বেগম সুমী, রোটা. সফুরা সুলতানা এনি, রোকসানা ইসলাম দুলালি ও টিটু। ৪, ৫, ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর নাদিয়া নাসরিন ও সাবেক কাউন্সিলর কোহিনুর আক্তার কাকলি । ৭, ৮, ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর উম্মে কুলসুম ও ফারজানা আক্তার চৌধুরী । ১০, ১১, ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর রুমা আক্তার সাথী, অনীতা সরকার, টিকলি সেন ও রুনা আক্তার। ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর নুরজাহান আলম (পুতুল), পারভীন আক্তার ও ফরিদা আক্তার ডলি । ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডে কাউন্সিলর নেহার বেগম, বিউটি আক্তার ঝুমা (সদস্য -মহানগর মহিলা আওয়ামীলীগ), সুমী আক্তার, হাসনা হেনা (লিলি) ও দিলরুবা আক্তার। ১৯, ২০, ২১ নং ওয়ার্ডে কাউন্সিলর উম্মে সালমা (লিজা), সাবেক কাউন্সিলর নাজনীন কাজল, তাহমিনা আক্তার লিন্ডা ও নাছরিন। ২২, ২৩, ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর খোদেজা বেগম ও নতুন প্রার্থী আমেনা বেগম এবং ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর রুবি আক্তার । এই আসনে নতুন প্রার্থীর নাম জানা যায় নি।

কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পরে পরপর দুইবার আ’লীগ দলীয় প্রার্থী এড.আফজল খান ও আনজুম সুলতানা সীমা বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হয়। আ’লীগের দুইবারের পরাজয়ের পেছনে দলীয় অর্ন্তকোন্দলই বড় ভূমিকা পালন করেছে বলে নেতৃমূল নেতারা মনে করেন। এবারো কি বিএনপি নগর পিতার আসন ধরে রাখবে নাকি প্রথম বারের মত আ’লীগ নগর পিতার আসনে বসবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরো এক মাস।

আর পড়তে পারেন