শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের প্রস্তুতি নিন -অধ্যাপক আলী আশরাফ এমপি

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৭, ২০১৭
news-image

শরীফুল ইসলামঃ
সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন সমুহকে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আওয়ামীলীগ সরকারের দেয়া সকল সুযোগ সুবিধা জনগনের মাঝে পৌছে দিতে হবে। ৭১ সালের পরাজিত শক্তিরা দেশের বিভিন্ন জায়গায় নৈরাজ্য ও বোমাবজি করে মানুষের জান ও মালের ক্ষতি করছে। সাধারন মানুষের জীবনমান উন্নয়ন,পরাজিত শক্তি ও জঙ্গিবাদ দমন করে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বে আবারো জনগনের ভোটে আওয়ামীলীগকে ক্ষমতায় নিতে হবে। তাহলেই বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নের সোনার বাংলায় পরিনত হবে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলী’র সভাপতিত্বে চান্দিনার কলাগাও- মাধাইয়া টেকনিক্যাল কলেজ মিলনায়তনে ২৭ মে দুপুরবেলায় চান্দিনা উপজেলা আওয়ামীলীগের এক জরুরি বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন বকসী’র সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মো. আলাউদ্দিন আল মমতাজ, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক দীপক মজুমদার,সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান দুলু, মো. নুরুল ইসলাম তুহিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ আহবায়ক মো. মোসলেহ উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মো. জহিরুল ইসলাম মুন্সি, দোল্লাইনবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন মাষ্টার, গল্লাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, এতবারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ও শুহিলপুর ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সরকার, বাতাঘাসি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এডভোকেট বিল্লাল হোসেন, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. সেলিম ভুইয়া, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জামাল উদ্দিন, বরকরই ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. বাবুল হোসেন,মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান, কেরনখাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. হারুন অর রশিদ চেয়ারম্যান, মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আবু মুসা মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যাপক শ্রীধর বনিক, সদস্য অধ্যাপক গৌতম কুমার দেব, অধ্যাপক মো. কামরুজ্জামান, অধ্যাপক মো. জাহাঙ্গির আলম, অধ্যাপক আবদুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ পরিচালক অধ্যাপক মো. হেদায়েত উল্লাহ, উডজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরি, বরকইট ইউপি চেয়ারম্যান মো. আবুল হাসেম, জোয়াগ ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান তালুকদার, বাড়েরা ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, বরকরই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মজুমদার শিপন,মাধাইয়া ইউপি চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ, বিশিষ্ট ব্যাবসায়ি মো. রফিকুল ইসলাম, মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলামপ্রমুখ।

আর পড়তে পারেন