শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৮৫৫ ডেঙ্গু রোগী

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৯, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৮৫৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রোববার দুপর থেকে সোমবার দুপুর পর্যন্ত কুমেক হাসপাতালসহ জেলার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে আরো ৩৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী বলেন, ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে কেউ আশঙ্কাজনক নয়। তাদের সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছি। হাসপাতালের মেডিসিন পুরুষ ওয়ার্ডকে ডেঙ্গু কর্নার করা হয়েছে। সেখানে আলাদাভাবে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতিটি রোগীকে আন্তরিকভাকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো.মুজিবুর রহমান জানান, এখনো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৫৫ রোগী। ১২৩ রোগী কুমেক হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এ পর্যন্ত চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৭৩২ রোগী।

তিনি আরো বলেন, কুমিল্লায় চিকিৎসা নেয়া সব রোগী ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। কুমিল্লায় এ পর্যন্ত দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাই ডেঙ্গু নিয়ে কুমিল্লাবাসীর ভয় নেই। এছাড়া কুমিল্লায় ডেঙ্গু চিকিৎসার সব ব্যবস্থা রয়েছে। তবে ডেঙ্গু সম্পর্কে সবাই সতর্ক থাকতে হবে।

আর পড়তে পারেন