বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে দরিদ্র শ্রেণির মানুষের মাঝে খাদ্য-ইফতার সামগ্রী দিলেন সেনাবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৩, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে  কুমিল্লা জেলা লকডাউন করা হয়েছে। ফলে অনাহারে দিন কাটাচ্ছে দিনমজুররিকসাচালকশ্রমিকগৃহপরিচারিকারা। ফলে যথাযথ ত্রাণ না পেয়ে অনেকে পেটের ক্ষুধা নিবারণের জন্য বের হচ্ছে রাস্তায়। বাংলাদেশ সেনাবাহিনী তাদেরই খুঁজে বের করে খাদ্যসামগ্রী, ইফতার আবার অনেককে নগদ অর্থ দিয়ে বাড়িতে পাঠাচ্ছেন। আবার অনেকের ঘরে ঘরে গিয়ে খাদ্যইফতার অর্থ পৌছে দিচ্ছেন সেনাবাহিনী

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সারাদিন ঢাকাচট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে অনাহারে থাকা দিনমজুর অসহায়দের খুঁজে বের করে উপহার সামগ্রী হিসেবে খাদ্য ইফতার পৌছে কুমিল্লা সেনাবাহিনী

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সাবান টি, চাল ১০ কেজি, আলু কেজি, আটা কেজি, ডাল কেজি, তৈল কেজি, লবন কেজি, ছোলা কেজি, চিরা এক কেজি, খেজুর আধা কেজি পেয়াজ কেজি

গত বেশ কয়েকদিন ধরে সেনাবাহিনী নিখুতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে গরীবঅসহায়দের মাঝে ঘরে থাকার মনোবাসনা বৃদ্ধি পাচ্ছে

এছাড়া দাউদকান্দিজুড়ে বিভিন্ন দোকানের সামনে নিরাপদ দূরত্বে থেকে বেচাকেনার জন্য রং দিয়ে মার্ক করে দেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া লকডাউন নিশ্চিতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দেন।

সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের  ক্যাপ্টেন আবরার ফায়িজ খান

আর পড়তে পারেন