শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেজি দরে তরমুজ বিক্রি করায় চাঁদপুরে ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৯, ২০২১
news-image

 

ডেস্ক ‍রিপোর্টঃ

চাঁদপুরে তরমুজ ক্রয়-বিক্রয়ের ভাউচারের (রসিদ) চালান কপি দেখাতে না পারায় ও কেজি দরে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের চৌধুরীঘাট ফলপট্টি, কালি বাড়ির মোড় ও স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট ছামিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং কর্মকর্তা এনএম রেজাউল ইসলাম।

অভিযানে চৌধুরীঘাট এলাকায় তরমুজ ব্যবসায়ী আলি সিকদার, বিসমিল্লাহ ট্রেডার্স এবং স্টেডিয়াম রোডের আজওয়া স্টোরকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম জানান, ব্যবসায়ীদের কাছে তাদের ক্রয়কৃত তরমুজের কোনো চালান কপি না থাকায় এবং অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় এ জরিমানা করা হয়।

অভিযানে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আর পড়তে পারেন