শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যারিয়ার ডেভেলপমেন্টে “Big Data Analysis”এর একটি সার সংক্ষেপ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২০, ২০১৭
news-image

 

আরিফা রুহি

গত ২ দিন আগে আমি আর আমার এক ফ্রেন্ড মিলে গল্প প্রসঙ্গে বিগ ডাটা কথা টা চলে আসল , ঠিক তখন ই আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করল, বিগ ডাটা সম্পর্কে জেনে কি হবে? কেন আমরা বিগ ডাটা সম্পর্কে জানবো, এটা আমাদের কি কাজে লাগবে? আর এটা এনালাইসিসটাই বা কেন করব ? লাভ কি এতে ? এসব প্রশ্ন শুনে আমার মনে হল এমন অনেক মানুষই আছে , যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে , ইন্টারনেট এর সম্পর্কে অবগত , শুধু তাই নয় তারা  Modern Civilization এর সব সুযোগ সুবিধা ভোগ করছে, তাদের মনে ও বিগ ডাটা নিয়ে প্রশ্নের অভাব নেই । আজকের লিখাটা এমন কিছু মানুষকে বিগডাটা আর এর এনালাইসিস  সম্পর্কে সামান্য কিছু তথ্য দেওয়ার জন্য।

ডেটা এনালাইসিস এখন শীর্ষ অর্গানাইজেশন গুলোর একটি গুরুত্বপূর্ণ টপিক , এখন প্রশ্ন হল বিগ ডাটা কি, বিগ ডাটা হচ্ছে অনেক বড় বা জটিল ডাটা প্রসেসিং যা রেগুলার ডেটা প্রসেসিং করার অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার বা টুলস করা সম্ভবনা। “বিগ ডাটা” বড় ভলিউম বা সাইজের, ভেলো সিটির ও ভ্যারাইটির ডাটা যেগুলো ষ্ট্রাচার, সেমিষ্ট্রাচার ওঅনষ্ট্রাচার ডাটা এবং বিশেষ কিছু পদ্ধিতির মাধ্যমে এইসব ডাটাকে এনালাইসিস করে ফিউচার বিশ্লেষণ, ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ বা নির্দিষ্ট কিছুর বিশ্লেষণ যা থেকে থেকে আসল ইনফরমেশন বের করা এবং কম পরিমাণে ডেটা সেটে ব্যবহার করা। বিগ ডাটা চ্যালেঞ্জগুলির মধ্যে ডেটা স্টোরেজ, ডাটা বিশ্লেষণ, অনুসন্ধান, ক্যালকুলেশন করা, স্থানান্তর, কল্পনা, জিজ্ঞাসা, আপডেট এবং তথ্য গোপনীয়তা অন্তর্ভুক্ত।। ওয়ার্ল্ড এর প্রতিযোগিতার সাথে  stiffening এর ফলে, শীর্ষ অর্গানাইজেশনগুলি তাদের পণ্যের জন্য বাজারের নতুন অপর্চুনিটগুলো সনাক্ত করতে ডেটা এনালাইসিস এর দিকে অগ্রসর হচ্ছে।  77% শীর্ষ অর্গানাইজেশনগুলি ডাটা এনালাইসিসকে বিজনেস এর একটি প্রধান উপাদান হিসেবে বিবেচনা করে । এর মানে হল যে, বিগ ডাটা প্রফেশনালদের কোম্পানি পলিসি আর মার্কেটিং স্ট্রাটেজি এর উপর বিশাল প্রভাব রয়েছে।

এখন এর বেশিরভাগ কোম্পানিগুলি বুঝতে শুরু করে যে তাদের কাছে একসাথে ডাটা কালেকশন, ইউজেজ এবং প্রসেসিংএর ক্ষমতা নেই, তাই তারা এমন মানুষদের সন্ধান করতে শুরু করেছে যারা এটি করতে পারেন। আপনি যদি প্রকৃতপক্ষে Indeed and Dice মতো বড় বড় চাকুরির প্ল্যাটফর্মে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন যে ডেটা এনালিস্ট এবং কনসালটেন্ট এর জন্য চাকরির সংখ্যা বাড়ছে। শুধু তাই নয় , এদের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ডেটা এনালিস্টদের আরো বেশি অর্থ প্রদান করা হচ্ছে । ভারতে, ডেটা এনালিস্টপেশাজীবীদের অন্যান্য IT ভিত্তিক পেশার সমতুল্য তুলনায় গড় 50% বেশি  বেতন দেওয়া হয়।অনেক অর্গানাইজেশন ডেটা এনালিস্টদের গুরুত্ব বুঝতে শুরু করেছে ।যদি স্যালারি নিয়ে কথা বলি , তাহলে নিচের গ্রাফটাই সব বলে দিবে:

আজকের সব Job Sector এ  কম্পিউটার ব্যবহার করা অত্যাবশ্যক হয়ে উঠেছে, আর এটা ডেটা এনালাইসিস  কর্মজীবীদের প্রয়োজন ধীরে ধীরে বৃদ্ধি করছে । আসলে কোনও সেক্টর নেই যা ডেটা অ্যানালিটিক্সের নাগালের বাইরে থাকে । চলুন দেখে আসি একটা জব ট্রেন্ড গ্রাফ, বিগ ডাটা এনালিটিক্স জব একটা গ্রউইং জব।

McKinsey গ্লোবাল ইনস্টিটিউট তাদের একটা রিপোর্ট এ বলেছে, ২০১৮ সালের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে ১৯০০০০ ডাটা সায়েন্টিস্ট এবং ১.৫৪ মিলিয়ন ম্যানেজার লাগবে । যেহেতু বিগডেটা আজ প্রায় সর্বত্র ব্যবহার করা হয়, তাই জবটাইটেলস আর  ফিল্ডস হিসেবে আপনি এই কয়েকটা থেকে ও একটা সিলেক্ট করতে পারেন ,

– Metrics and Analytics Specialist

– Data Analyst

– Big Data Engineer

– Data Analytics Consultant

Google, Facebook, Amazon, GE, Booking.com, Intel, Accenture, IBM, ITrend, Opera, Oracle ইত্যাদি বড় সংগঠনগুলোতে আপনি এই চাকরি গুলোর জন্য নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন ।আমরা বিভিন্ন ফিল্ডে বিগ ডাটার  ইউজ দেখলে হয়তো একটু অবাক হতে পারি ! চলুন না দেখে আসি, হেলথে ১১% , কনজিউমারে ৯% , এনার্জিতে ৮%, ম্যানুফ্যাকচারিং ৮%, টেকনোলজিতে ১৪%, ব্যাঙ্কিং ফিল্ডে ৪৩% বিগ ডাটা ব্যবহার করা হয় ।

আর একটা বড় ব্যাপার হল আমাদের  চাকরির প্রতি অসন্তোষের অন্যতম প্রধান কারণ হচ্ছে, অধিকাংশ কর্মচারী মনে করেন যে তাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। কিন্তু একজন ডাটা analyst  হিসাবে, আপনি আপনার কোম্পানী সিদ্ধান্ত গ্রহণের  মূল হতে পারেন । প্রকৃতপক্ষে, আপনি ব্যবসায়িক সিদ্ধান্তগুলি এবং ভবিষ্যতের কৌশলগুলির একটি অবিচ্ছেদ্য অংশ হবেন, এইভাবে আপনাকে আপনার জব প্রতিষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এবং উদ্দেশ্য প্রদান করতে পারবেন ।

তাই এটি একটি খুব ভাল অপশন হতে পারে ক্যারিয়ারের জন্য, যার আসলেই একটি ভাল ভবিষ্যত আছে। এটি সাধারণভাবে  ডেটা অধ্যয়ন করার ব্যাপার,তাই আপনি বিশ্বের সবচেয়ে বড় সংস্থাগুলি জন্য একটি  well-paid freelancer or consultant হওয়ার সুযোগ পেতে পারেন।  আইটি ভিত্তিক, এই ধরনের কাজ বিশ্বের যে কোনও সময়ে বিশ্বের যে কোনও জায়গায় করা যেতে পারে এটা ও একটা ভাল দিক হতে পারে । অতএব, আপনাকে একটি গণ্ডির সাথে বাঁধা হতে থাকতে হবে না।যদি কেউ যদি এই বিষয় এ কোন ইন্টারেস্টেড হয়ে হন তাহলে এখনই নিজেকে ডেডিকেট করে দিন, দেখবেন আস্তে আস্তে বিগ ডাটা আনলিসিসের মাধ্যমে আপনে ও আপনার ক্যারিয়ার বেশি বেনিফিটেড হবেন ।

বাংলাদেশকে মানুষ চেনে প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে। আমরা অনেকটাই বের হয়ে এসেছি, তবে ফেলে রেখেছি আমাদের স্বর্ণখনি ‘বিগ ডাটা’কে। ভবিষ্যত দেখার সব অস্ত্র হাতে থাকা সত্ত্বেও আমরা কিছুটা অন্ধ – এখনো। ছোটবেলায় শুনতাম, ‘ফিউচার ইজ ইন ইওর হ্যান্ড’, তখন না বুঝলেও এখন বুঝি কড়ায় গন্ডায়। আমাদের হাতে ভবিষ্যত বলেই ভবিষ্যত দেখাটা কষ্টের কিছু নয়।

-আরিফা রুহি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

আর পড়তে পারেন