শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গণতন্ত্র পুনরুদ্ধারের শপথের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৭, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার :

সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির(জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে দেশে কোন নির্বাচন হবে না। সরকার নিজের স্বার্থেই খালেদা জিয়াকে বন্দি দশা থেকে মুক্তি দিবে। অন্যদিকে বিশ দলীয় জোটকে ভাঙতে সরকার বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। কাজী জাফরের আদর্শকে বুকে ধারন করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো।

তিনি  সোমবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়ায় আয়োজিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা রুহুল আমিন, কাজী জাফরের বড় মেয়ে কাজী জয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এ এস এম শামীম, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা।

চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের সাধারন সম্পাদক শেখ রফিকুল ইসলাম বাবলু, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর হোসেন বলাই, নুরুন্নবী পাটোয়ারী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম, জাপা নেতা আতিকুর রহমান সালু, কাজী জাফরের সাবেক ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী আবদুল্লাহ চৌধুরী পাশা, পৌর জাপার সভাপতি নজির আহমেদ, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি কাজী ফয়েজ আহমেদ, চিওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহীন রেজা, উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়ের, আবু তালেব দেওয়ান, যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক নিজাম উদ্দিন সরকার, আলী আকবর মজুমদার, কাজী নজরুল, কাজী নাহিদ, কাজী শহীদ, , যুব নেতা ওবায়েদ পাটোয়ারী প্রমুখ।

শোকসভা ছাড়াও কোরআন খতম, কবর জিয়ারত, কাঙালী ভোজের মধ্যমে কাজী জাফরের মৃত্যুবার্ষিকী পালিত হয়। এরআগে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদার নেতৃত্বে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কাজী জাফর আহমদের কবরে পুস্পমাল্য অর্পন করেন।

 

আর পড়তে পারেন