বুধবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চর্থায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও নগদ টাকা জব্দ, দুই মাদক কারবারী পলাতক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৪, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা ধোয়া বাড়ি এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা ও নগদ টাকা ফেলে পালিয়েছে দুই ভাই, চিহ্নিত মাদক কারবারি।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দক্ষিণ চর্থা মিয়া বাড়ি এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেয় আদর্শ সদর আর্মি ক্যাম্প।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী সদর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্থানীয় শফিক মিয়ার দুই ছেলে, নজির মিয়া ও কাসেমের বাড়ি ঘিরে ফেলে সেনাসদস্যরা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই ভাই দ্রুত পালিয়ে যায়। এ সময় নজির মিয়া তার কাছে থাকা ইয়াবা ও নগদ অর্থ বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেয়।

পরবর্তীতে সেনাসদস্যরা ঘটনাস্থল থেকে ১ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৩ হাজার ৩৯০ টাকা উদ্ধার করে। জব্দকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, নজির ও কাসেম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের কারণে এলাকার যুব সমাজ বিপথে যাচ্ছে। সেনাবাহিনীর এ ধরনের অভিযান মাদক কারবারিদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত সময়ের মধ্যে ওই দুই ভাইকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আর পড়তে পারেন