শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে জাতীয় পার্টির সম্মেলনে বিরিয়ানি নিয়ে সংঘর্ষ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২১, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলা জাতীয় পার্টির আয়োজিত সম্মেলনে ও দোয়া অনুষ্ঠানে জাতীয় পার্টির সম্মেলনে বিরিয়ানি নিয়ে কাড়াকাড়ির ঘটনা ঘটেছে।

শনিবার (২০ আগষ্ট) বিকেলে বুড়িচং উপজেলা সদরের মডেল একাডেমি উচ্চ বিদ্যালয় পাশের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে এ ঘটনা ঘটে।

উক্ত জাতীয় পার্টির সম্মেলনে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নূরুল ইসলাম মাস্টার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহা সচিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়,বুড়িচং উপজেলা সদরের মডেল একাডেমি উচ্চ বিদ্যালয় পাশের মাঠে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্যের পরে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে পরিচালানা কমিটির সদস্যরা মাইকে ঘোষণা দেন সবাইকে বিরিয়ানি নিয়ে যেতে। কিন্তু দোয়া শেষে বিরিয়ানি বিতরণ শুরু করা হয়। আর এ সময় ঘটে বিপত্তি। খোলা জায়গায় কোনো শৃঙ্খলা ছাড়াই বিরিয়ানি বিতরণ শুরু হলে সবাই প্যাকেট নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। এ সময় ধাক্কাধাক্কি করে যে যার মতো বিরিয়ানি প্যাকেট নেওয়া শুরু করলে হট্টগোলের সৃষ্টি হয়। এমনকি উপস্থিত সাধারণ মানুষের সাথেও হাতাহাতিও হয়। সেই বিশৃঙ্খল অবস্থা সামালও দিতে পারছিলেন না জাতীয় পার্টির নেতাকর্মীরা। অবস্থা বেগতিক দেখে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান।এরপর উপস্থিত জনতাকে পুলিশ দিয়ে তাড়িয়ে দিতে দেখা যায়।সম্মেলনের উপস্থিত হোসেন জানান হোসেন মিয়া জানান আমাকে বিয়ারানি প্যাকেট দিয়ে আবার ছিনিয়ে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আমাদেরকে দাওয়াত দিয়ে এনে, বিরিয়ানি বিতরণের সময় পুলিশ দিয়ে তাড়িয়ে দেয়। এরপর বিরিয়ানি বিতরণ বন্ধ করে দেওয়া হয়।

উক্ত জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক এয়ার আহমেদ সেলিম। পরিচালনা করেন যৌথ ভাবে উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বেলায়েত হোসেন, জাকির হোসেন ও হাজী মনির হোসেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন মাষ্টার।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহবায়ক, সংহতি কেন্দীয় কমিটি মোঃ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যকরী কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম দুলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় ওলামা পার্টির আহবায়ক ও সভাপতি জাপা বরুড়া উপজেলা ড. ইফরান বিন তোরাব আলী, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ওবায়দুল হক মোহন চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক কুমিল্লা দক্ষিণ জেলা মোঃ হুমায়ুন কবির মুন্সি, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মোঃ নাসির আহাম্মদ খান, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মোঃ নাজমুল, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জোনাকী মুন্সি, কেন্দ্রীয় জাপার সদস্য মোঃ এমদাত বারীর, কুমিল্লা মহাগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ মাহাবুব আলম, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি মোসাঃ মমতাময়ী জ্যোস্না আক্তার, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ ময়নাল হোসেন প্রমুখ। এসময় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জাপার অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন। এতে আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন মাষ্টার কে সভাপতি, মোঃ জামাল হোসেন পুলিশ মেম্বার সহ-সভাপতি, সহ-সভাপতি অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক মিয়া আনোয়ার মোর্শেদ,, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন,, আব্দুল ওহাব মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুর খান, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ডা. ফুল মিয়া, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নুরু, কৃষি সম্পাদক সফিকুল ইসলাম বাবুল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, মহিলা সম্পাদিকা হাসনা বেগম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তানজিল রহমান, প্রমুখ।

আর পড়তে পারেন