শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৬ শতাধিক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৪, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬শ’ ৫২ জন। বুধবার (২৪ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৬৫২ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১শ’ ৮৪জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১১ জন (এদের মধ্যে পৌরসভার পল্লী বিদ্যুৎ এলাকার ২ জন, মহিলা কলেজ রোডের ১ জন, নাজিরপাড়ায় ২ জন, পৌরসভার ১০ নং ওয়ার্ড ১ জন, পৌরসভায় ১ জন, বিষ্ণুপুর ইউনিয়নে ২ জন, দাসাদী এলাকায় ১ জন ও সাপদী পাঁচগাঁও এলাকায় ১ জন), শাহরাস্তিতে ১৮ জন, হাজীগঞ্জে ১ ও হাইমচরে ২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪৯ জন। বাকী ৪শ’ ১৯ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৪৯ জনের মধ্যে- চাঁদপুর সদরে নতুন ১ জনসহ ১৩ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে নতুন ১ জনসহ ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৫ জন ও মতলব দক্ষিণে ২ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬৫২ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৬৫, ফরিদগঞ্জে ৬৩, মতলব উত্তরে ৩৩, হাজীগঞ্জে ৬৭, মতলব দক্ষিণে ৭৪, কচুয়ায় ২৯, হাইমচরে ৩৬ ও শাহরাস্তিতে ৮৫জন। সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বুধবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত কোন নমুনা সংগ্রহ হয়নি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৭৭টি। এর মধ্যে ৩২টি পজেটিভ ও ৪৫টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৩৯৩৭। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৩২৯৬টি। অপেক্ষমান রিপোর্ট ৬৪১টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২শ’ ৯৬জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২শ’ ৫৬জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪০জন। চিকিৎসাধীন ৪১৯ জনের মধ্যে হাসপাতালে ৩০ জন, ঢাকায় রেপার ৬ জন ও হোম আইসোলেশনে ৩৮৩ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৮শ’ ৬৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৮৬২জন।

আর পড়তে পারেন