শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ছাড়াল, প্রাণহানি ৭৬ জনের

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৫, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ২ হাজার ৯৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৭ জন। নতুন আক্রান্তরা শুধুমাত্র চাঁদপুর সদরে ৪ জন। বাকী ৩৫৬ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭৬ জনের মধ্যে- চাঁদপুর সদরে ২১ জন, ফরিদগঞ্জে ১১, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২ হাজার ৯৯ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮শ’ ৩৯, হাইমচরে ১৩৭, মতলব উত্তরে ১৮০, মতলব দক্ষিণে ২২৪, ফরিদগঞ্জে ২৪৩, হাজীগঞ্জে ১৯২, কচুয়ায় ৭৯, ও শাহরাস্তিতে ২০৩ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ৯১ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৮২টি। এর মধ্যে ৪ টি পজেটিভ ও ৭৮ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫৪২ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৮ হাজার ৪৫২ টি। অপেক্ষমান রিপোর্ট ৯০টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮০৩জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৮৭ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৬ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১ হাজার ৬৫৭ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৯৯৪৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৭১৪ জন।

আর পড়তে পারেন