মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে দিনদুপুরে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৪০ হাজার টাকা ছিনতাই: আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৭, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
দিনদুপুরে বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাতে আহত করে তাঁর সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় একদল ছিনতাইকারী।

ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় বৃহষ্পতিবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে। জখম ও টাকা লুটের ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তি হলেন নেভী সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন। তিনি বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মোঃ মজিবুর রহমানের ছেলে আটক মোঃ আল আমিন ও সিএনজি চালকসহ ৫ সদস্যের একটি চক্র ইউনিয়নের ছোট সুন্দর বাজার হইতে মহামায়ায় পূর্ব পরিকল্পিত সিএনজি নিয়ে আসার পথে মধুরোড এলাকা থেকে ঐ বিক্রয় প্রতিনিধিও ওঠেন। পথিমধ্যে শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও দাস বাড়ির সামনে আসলে বিক্রয় প্রতিনিধি ইসমাইলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করলে ইসমাইল হোসেন আটক আলআমিনকে নিয়ে সিএনজি থেকে পড়ে যান। সেসময় আলআমিন ঐ প্রতিনিধিকে ফেলে রেখে পার্শ্ববর্তী বাড়ির উপর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এলাকাবাসীর সহযোগীতায় আটক হয়। এবং তার ব্যাগে থাকা ৩৯ হাজার ৯শত উনআশি টাকা নিয়ে অন্যান্য ছিনতাইকারীরা চলে যায়। পরে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের দপাদার মোঃ নুরুল ইসলাম চাঁদপুর সদর মডেল থানায় খবর দিলে এসআই জহির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছেন। ছিনতাইকারী চক্রের সদস্য আল আমিনকে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়। এছাড়াও এলাকাবাসীর আরো জানায়, গত কয়েকদিন আগে বিকাশের এক প্রতিনিধিকেও ছিনতাই করার চেষ্টা করে। বৃহষ্পতিবার সন্ধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান ট্যোবাকো কোম্পানির সুপারভাইজার।

আর পড়তে পারেন