বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মী

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৫, ২০২৬
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদরে একযোগে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী। উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়।

সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে এই বিশাল কর্মীদল বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা বিএনপি নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে দলের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতারাও আওয়ামী লীগ থেকে আসা এসব নেতাকর্মীদের মিষ্টি মুখ করিয়ে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন।

উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী। এছাড়াও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলটির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, দলের নীতি ও আদর্শকে মনেপ্রাণে ধারণ করে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে হবে। তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে নতুন যোগদানকারীদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আর পড়তে পারেন