বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজী নজরুল ইসলাম বিশ্বকবি উপাধি পাওয়ার যোগ্য ছিলেন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৭, ২০১৯
news-image

মো: সাইদুল হাছানঃ
প্রিয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ মৃত্যুবার্ষিকী। তিনি শুধু জাতীয় কবি নন আমার মতে তিনিই বিশ্বকবি উপাধি পাওয়ার যোগ্য ছিলেন। বিশ্বকবি তো তিনি নন যিনি নিজের স্বার্থ হাসিলের জন্য বোবা হয়ে থাকবেন প্রতিবাদ না করে। বিশ্বকবি তো তিনি যিনি অসহায়ের পাশে দাড়াবেন, স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন এবং রুখে দাড়াবেন অন্যায়ের বিরুদ্ধে। সেই তো তুমি বিশ্বকবি হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন প্রাণপ্রিয় কবি নজরুল।

তোমার সেই চরণগুলো মনে হলে শরীরে আসে এক অদম্য শক্তি অন্যায়কে প্রতিহত করার।
“শালা দেশ ছাড়বি কি না বল,
না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল।”

অনেক ভালোবাসি হে প্রিয় কবি,
বাংলার মাঝে আরতো খুঁজে পাইনা তোমার প্রতিচ্ছবি।
নাস্তিক-বেইমান আজ ঘুরে বেড়ায় স্বাধীনভাবে,
তোমার সেই প্রতিবাদী হুংকাররে চেতনা আমাদের আসবে কবে?
চিনতে পারিনি তোমায় আমরা অভাগা জাতি,
কবে আবার আমাদের হুংকারে লেজ গুটাবে ব্রিটিশদের নাতি।

পরিশেষে,এটাই কামনা করি আল্লাহ যেন তোমাকে জান্নাত নওসিব করে-আমিন।

লেখক: মো: সাইদুল হাছান
কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়,
ইন্টার ২য় বর্ষ।

আর পড়তে পারেন