শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাব্য প্রেমিক- এমএ ওহাব মণ্ডল

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩, ২০১৮
news-image

কবিতার ভাবনা আমাকে ঘুমোতে দেয় না,
আমার দু’বেলা আহার না হলেও চলে।
কিন্তু আমাকে দিব্যি কবিতা গিলতে হয়,
কবিতাই আমার বিশ্রাম।
আমার আহার;আমার নিদ্রা,
আমার দাম্পত্যের গৃহস্থালি।
আমার সুখ আমার দুঃখ বলতে-
কেবলই কবিতাকে বুঝি।

কবিতার শব্দ শহরে-
জীবনের স্বাদ খুঁজে পাই।
কবিতা আমাকে বেঁচে থাকতে প্রেরণা যোগায়,
আমার মৃত্যুশয্যাতেও কবিতা লিখা হবে।
বিদায়ের কবিতা:
শোকের কবিতা।

আমার অবশিষ্ট জীবন,
কবিতার উর্বর ভূমিতে
শব্দচাষ করে কাটাতে চাই।
কবিতা লিখতে লিখতে,
যদি কখনো অভিযুক্ত আসামী হয়ে-
ফাঁসির মঞ্চেও যেতে হয়,
সেদিনও শেষ ইচ্ছে হিসেবে-
একটি কবিতা লিখার সুযোগ চাইবো।

আর পড়তে পারেন