বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: রং খেলার নিয়ম নেই

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৭, ২০২১
news-image

মোঃ নাসির হোসেন :
যদি গায়ের রঙের প্রশ্ন না থাকতো
উচ্চতার কোনো পরিমাপ না হতো
শরীর কিংবা লাইফস্টাইল রঙিন না হতো
তাহলে মানুষ থাকতো না,
ব্যর্থতা থাকতো না, থাকতে তুমি!
তুমি মানে মায়ের কোলে শুয়ে থাকা
মিথ্যে শহরে বেঁচে থাকার অনুপ্রেরণা,
তুমি মানে প্রজাপতির মতো রঙিন স্পর্শ
ফুলের মতো কামুক স্বর্গীয় সাধনা।

আয়নায় উঁকি দেয়া চরিত্র
ক্লান্তিহীন দেহের জীবন বৈচিত্র্য
দমবন্ধ হয়ে আসে বাতাসে।

জানালায় লেগে আছে প্রেমিকার ছোঁয়া
বাইরে শহরের শব্দ, উড়ছে ধোঁয়া
প্রেমিকার চেয়ে যুদ্ধ করা শ্রেয়
যোদ্ধা কখনোই প্রেমিক হতে পারে না।

লাইট হাউজের বারান্দায় দাঁড়িয়ে
অন্তর্গত অভিশাপ ফিরিয়ে নেই
দেখি বেহুলার মতো তোমারও
সূর্যাস্তের মতো জ্বলন্ত চোখ
আর আমি রোদের ক্রীতদাস!

আর পড়তে পারেন