বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে আতিকুর রহমান সুজন কুমিল্লা কলেজ থিয়েটারে

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৭, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ

শুক্রবার কুমিল্লা কলেজ থিয়েটারে আয়োজন করেন “মঞ্চে অভিনয় কৌশল” বিষয়ের উপর কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আতিকুর রহমান সুজন। তিনি ত্রিশাল এর কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর থিয়েটার এন্ড পারফর্মেন্স বিভাগের অনার্স, মাস্টার্স শেষ করে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ড্রামা নিয়ে পড়াশোনা করছেন।

কর্মশালায় কুমিল্লা কলেজ থিয়েটার এর ৪০জন সদস্য উপস্থিত ছিলেন। প্রশিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কুমিল্লা কলেজ থিয়েটার এর প্রতিষ্ঠাকালীন সভাপতি আনোয়ারুল হক। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মাজহারুল ইসলাম সুজন,সাধারণ সম্পাদক আশিক পায়েল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত মজুমদার বিজয়, অর্থ সম্পাদক রবিনসহ থিয়েটারের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

সবশেষে সাধারণ সম্পাদক আশিক পায়েল ঘোষণা দেয় কুমিল্লা কলেজ থিয়েটার আগামী অক্টোবরে একটি নাট্য উৎসব আয়োজন করবে কুমিল্লা টাউন হলে। তার এই ঘোষনাকে সাধুবাদ জানায় থিয়েটার এর অন্যান্য সিনিয়র সদস্যবৃন্দ।

আর পড়তে পারেন