শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আকাঙ্ক্ষা-এমএ ওহাব মণ্ডল

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৫, ২০১৮
news-image

মৃত্যুর পূর্বে যদি দেখে যেতে পারতাম
পৃথিবীতে কোনো বাস্তুহারা মানুষ নেই।
আশ্রয়ের সন্ধানে স্টেশনের প্লাটফর্মের নিচে
অথবা,ছিন্নমূল কিংবা জলাশয়ের ধারে ঝুঁপড়ি ঘরে
ষাট কিংবা সত্তর বছর আয়ুর মানুষ গুলোর
অস্বাভাবিক জীবনযাপন নেই।
তবেই ধন্য হ’তো আমার জন্ম!!

পৃথিবীর চারদিকে অসহায় মানুষের বেদনার্ত র্আতনাদ
বড্ড প্রকট হয়ে ওঠেছে।
অন্ন,বস্ত্র,বাসস্থান এবং চিকিৎসার সংকটে
ভীষণ জরাজীর্ণ অগণিত জীবন।

যদি মৃত্যুর পূর্বে দেখে যেতে পারতাম
বসবাসের অযোগ্য পৃথিবীটা
মানুষের বাসযোগ্য নগরে পরিণত হয়েছে।
হাসতে হাসতে আমি মৃত্যুর কোলে ঢলে পরতাম।

মানুষে-মানুষে,ধর্মে-ধর্মে কলহ বিবাদ মুক্ত একটি পৃথিবী
যদি নির্মাণ করে যেতে পারতাম।
যদি উঁচু-নীচু,সাদা-কালোর ভেদাভেদ মুক্ত একটি সমাজ
উপহার দিতে পারতামÑ
সত্যিই আমি হাসতে হাসতে মৃত্যুকে আহ্বান করতাম।

যদি মৃত্যু আসার পূর্বে দেখতে পেতাম
পৃথিবীতে বৃদ্ধাশ্রম বলে কিছু নেই।
তবেই ধন্য হ’তো আমার আরাধ্য জীবন।

আর পড়তে পারেন