শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজকের কবিতা-সমর্থন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৯, ২০১৮
news-image

সিত্তুল মুনা সিদ্দিকা•


আমি য্দ্ধু করি নির্মোহ হয়ে বেঁচে থাকার জন্য,
আমি য্দ্ধু করি অন্যায়কে না বলার জন্য
আমি য্দ্ধু করি নিভৃতে কারো উপকারের জন্য,
তুমি আমার কাজে সমর্থন দিতেও পার কিংবা নাও পারো
এতে আমার কোন অনুযোগ নেই।
আমি য্দ্ধু করি সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য
আমি য্দ্ধু করি সুন্দর এক ফুলের বাগানের জন্য
আমি য্দ্ধু করি অহেতুক বিতন্ডা এড়ানোর জন্য
তুমি আমার কাজে সমর্থন দিতেও পার কিংবা নাও পারো
এতে আমার কোন অভিমান নেই।
আমি য্দ্ধু করি অসময়কে পরাস্ত করার জন্য
আমি য্দ্ধু করি আত্মার সান্নিধ্যে থাকার জন্য
আমি য্দ্ধু করি একটা নির্মল হাসির জন্য
তুমি আমার কাজে সমর্থন দিতেও পার কিংবা নাও পারো
এতে আমার কোন হাহাকার নেই।
আমি য্দ্ধু করি বিপন্নের সহমর্মী হওয়ার জন্য
আমি য্দ্ধু করি একাকী কান্না লুকানোর জন্য
আমি য্দ্ধু করি হতাশাকে তিরোহিত করার জন্য
তুমি আমার কাজে সমর্থন দিতেও পার কিংবা নাও পারো
এতে আমার কোন বেদনা নেই।
আমি য্দ্ধু করি নিন্দুকের মূখে প্রশংসা শোনার জন্য
আমি য্দ্ধু করি ভারাক্রান্ত মনকে শান্ত করার জন্য
আমি য্দ্ধু করি দম্ভের শেষ পরিণতি দেখার জন্য
তুমি আমার কাজে সমর্থন দিতেও পার কিংবা নাও পারো
এতে আমার কোন দৃষ্টি নেই।

আর পড়তে পারেন