বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনায় জনপ্রিয় বক্তা নেছার আহমাদসহ ৩ জন আহত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৬, ২০২২
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমারডুগী মাজার গেইট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষসহ তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (২৫ মার্চ) রাত ১১টায় সদর উপজেলার মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমাদ মতলবের একটি মাহফিল শেষে রামপুর আদর্শ আলিম মাদ্রাসায় মাহফিলে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমারডুগী মাজার গেইট এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন এক নারী হুজুরকে বহনকারী প্রাইভেট গাড়ীর সামনে নিয়ে পারাপার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের সাথে সজোড়ে ধাক্কা লাগে।

স্থানীয়রা উদ্ধার করে সবাইকে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করালে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৩টায় কুমিল্লা হাসপাতালে রেপার করেন কর্তব্যরত চিকিৎসক।

মান্দারী ফাজিল সহকারী শিক্ষক মোঃ সাইফুল গনি জানান, রাত ১১টায় হুজুর রামপুরে একটি মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি আছেন। দুর্ঘটনায় আরো গুরুতর আহত হুজুরের ব্যক্তিগত সহকারী হারুন ও গাড়ি চালক রফিকও সেখানে ভর্তি আছেন। তবে হুজুরের শারীরিক অবস্থা বেশি একটা ভালো নয়। সম্ভবত অপারেশন করা লাগতে পারে।

আর পড়তে পারেন