মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় কাগজবিহীন মোটরগাড়ীর বিরুদ্ধে অভিযান; ২৯ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১, ২০২১
news-image

চান্দিনা প্রতিনিধি:
করোনা বিস্তার রোধে দেশব্যাপী কঠোর লকডাউনের কুমিল্লার চান্দিনায় কাগজবিহীন মোটরগাড়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৩০ জুন) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে অভিযান চালিয়ে কাগজপত্র বিহীন ৬টি গাড়ীর বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ২৯ হাজার টাকা নগদ জরিমানা করা হয়। এছাড়াও যথাযথ কাগজ না থাকায় একটি মোটরসাইকেল আটক করে থানায় জব্দ করা হয়।

অভিযানে গৌরীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোজাহিদ, চান্দিনা থানা উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন, এএসআই কাজী ইকবাল হোসেন সহ চান্দিনা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

আর পড়তে পারেন