শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় তীব্র শীতে কাঁপছে মানুষ ; ভোগান্তিতে শ্রমজীবিরা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২০, ২০১৯
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
কুমিল্লার চান্দিনায় কুয়াশাচ্ছন্ন সকালে তীব্র শীতে কাপছে মানুষ। এতে বেশি ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষেরা। পৌষের শুরুতেই শৈত্যপ্রবাহ আর ঘনকুয়াশার কারণে তীব্র শীত পড়েছে। সারাদেশেই দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। শীতের কারণে জরুরি কাজ ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই সুর্যের দেখা না মিলায় প্রচন্ড শীত জেকে বসেছে এই উপজেলায়।

বুধবার বিকাল থেকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ এলাকার মানুষ। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে আছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারন করতে দেখা গেছে এসব মানুষকে।

আর পড়তে পারেন