শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন ওসি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৫, ২০২০
news-image

চান্দিনা প্রতিনিধি:
চান্দিনায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল। গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে ত্রাণ পৌঁছে দেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) বিকালে তিনি চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডের একজন কর্মক্ষম বৃদ্ধ ও দুটি দিনমজুর পরিবারে ত্রাণ পৌঁছেদেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) শামসুদ্দিন ইলিয়াস, এসআই ডালিম কুমার মজুমদার, এসআই মো. মনিরুল ইসলাম চৌধুরী, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল বাতেন প্রমুখ।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল জানান, আমি নিজস্ব অর্থায়নে একশত জন অসহায়কে ত্রাণ দেওয়ার উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছি। বিতরণ পক্রিয়া চলমান থাকবে।

আর পড়তে পারেন