শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামের কাশিনগরে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৪, ২০২১
news-image

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে সাবেক রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র দিকনির্দেশনায় করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় পাঁচশ’ জনের প্রতিজনকে ৫০০ টাকা হারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে কাশিনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক।

কাশিনগর ইউপি চেয়ারম্যান মো: মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জোবায়ের হোসেন, কাশিনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর ইউপি সদস্য শামসুল আলম, আব্দুল ওয়াদুদ, আব্দুর রশিদ, ছালেহ আহমেদ, রাসেল মাহমুদ টিটু, জামাল উদ্দীন মিজান, প্যানেল চেয়ারম্যান ফাতেমা আক্তার মুন্নি, ইউপি সচিব শফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফখরুল ইসলাম সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসারকে ফুল ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানান কাশিনগর ইউপি চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন।

আর পড়তে পারেন