শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বি-পাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ভ্যানগাড়ি চালকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৭, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

মাইক সার্ভিসে ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুতের তার খুলে আনতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে তিন সন্তানের জনক এক ভ্যানগাড়িচালক। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই উত্তরপাড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শিদলাই উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার দুপুর ১২টায় স্কুল একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্কুলের পাশের মসজিদের ছাদের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইন থেকে শিদলাই বাজারের সিরাজ মাইক সার্ভিস এর লোকজন মাইক ও ফ্যান ব্যবহারের জন্য বিদ্যুতের সংযোগ ব্যবহার করে। অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় সিরাজ মাইক সার্ভিসের লোকজন তাদের ভ্যান চালক ওই গ্রামের শ্বশুর বাড়িতে থাকা তিন সন্তানের জনক চান মিয়ার ছেলে শরিফুল ইসলাম (৩৮)কে মসজিদের ছাদে উঠে মাইক ও তার সরিয়ে আনার জন্য পাঠায়। বিদ্যুতের লাইন সম্বন্ধে অনবিজ্ঞ শরীফ বৃষ্টি ভেজা কাঁঠাল গাছ দিয়ে ছাদে উঠে সংযোগ সরিয়ে আনতে যেয়ে বিদ্যুতের মেইন লাইনে শক খেয়ে ছাদে লুটিয়ে পড়ে। সিরাজ মাইক সার্ভিসের লোকজনের গাফিলতির কারণে দীর্ঘ সময় সে ছাদে পড়ে ছিল। এলাকাবাসী জানতে পেরে তাকে ছাদ থেকে অনেক কষ্ট করে নামিয়ে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিকালে তার লাশ এলাকায় নিয়ে এলে লোকজনের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এনিয়ে মৃত ব্যক্তির মামা সুমনসহ তার আত্মীয়-স্বজনকে বিষয়টি নিস্পত্তি করে দেবার লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রায় ৩ ঘণ্টা সালিশি বৈঠক শিদলাই মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বৈঠকে শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদসহ এলাকার সর্দারদের উপস্থিতিতে মৃত ব্যক্তি অত্যন্ত গরিব ও তিন সন্তানের জনক বিবেচনা করে সিরাজ মাইক সার্ভিসের মালিক সিরাজুল ইসলামকে ৩ লাখ টাকা জরিমানা করে বিষয়টি নিষ্পত্তি করা হয়। তার করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আর পড়তে পারেন