বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে অশ্রুসিক্ত চোখে প্রিয় শিক্ষককে আজীবন সম্মাননা ও বিদায় সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৬, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান মোল্লা ৩৮বছরের শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করেছেন। প্রিয় শিক্ষকের অবসর উপলক্ষে তাঁর দীর্ঘ শিক্ষাসেবা ও অবদানকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার (৬ই জানুয়ারী) দুপুরে বিদ্যালয় হলরুমে সহকর্মী ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এক অনাড়ম্বর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অনেক অভিভাবক উপস্থিত ছিলেন। এসময় প্রিয় শিক্ষকের বিদায়বেলায় অনেক শিক্ষার্থী অস্রুশিক্ত হয়ে পড়েন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস প্রধানের সভাপতিত্বে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুস সহিদ চৌধুরীর পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান।

এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা ইন্সটাক্টর মোস্তফা কামাল ,সাবেক সহকারী শিক্ষা অফিসার আনম মাছুম হোসেন , উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামাল উদ্দিন ,আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী ,মোশারফের হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মাওলা ,সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাবলু, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে আরা কুলচুমে নাহার, শ্রীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন বেগম।

এসময় আর ও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান জান্নাতুল ফেরদৌস, সাজেদা আকতার ,ফারভীন সুলতানা ,নুরুর নাহার ,সহকারী শিক্ষক খায়রুল ইসলাম মুন্না ,কাজী জহির, নজরুল ইসলাম ,সাইফুল ইসলাম গাজি, ছালেহা বেগম, আলমগীর হোসেন ,নাছিমা আকতার, তানভীর হোসেন, বদরুন্নেছা, আয়েশা আক্তার, আছমা আক্তার, তাছলিমা আক্তার, অভিভাবক ফারুক সুলতান ,জসিম উদ্দিন ,আকলিমা বেগম ,আলেয়া আকতার ,ফিরোজা বেগম।

উল্লেখ্য শিক্ষক আবদুল মান্নান মোল্লা ১৯৮৭ সালেউপজেলা বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯১ সালে বিজয় করা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাল্গুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৯১সালে সারপটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। একই বছর তিনি বাতিসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৬ সালে থেকে ২০২৫ সাল ডিসেম্বর পর্যন্ত পৌরসভা ফাল্গুন করা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৩০শে ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ৩৮ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের পর অবসরে যান নিবেদিতপ্রাণ এ শিক্ষক।

আর পড়তে পারেন