শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে নির্মাণাধীন শিল্প প্রতিষ্ঠানে হামলা, দ্রুত বিচারে আদালতে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৯, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে এ প্লাস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাসটেইনেবল অ্যাপারেলস লি: এর ভবনের নিমাণ কাজ বন্ধ করে তালা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইচা-পদুয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। রাতেও আরেক দফা হামলা করে অফিসের ক্যামেরার ডিভিডি, নির্মানকাজের ২টি ভেকু মেশিন এবং অফিস কক্ষ ভাংচুর করে কোম্পানির কর্মরত লোকজনের মোবাইল ছিনতাই করে আবারো প্রতিষ্ঠানের দুইপাশের মুল ফটকে বড় ২টি তালা মারার ঘটেছে বলে জানিয়েছে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ৯৯৯এ কল পেয়ে এবং পরে অভিযোগের প্রেক্ষিতে একাধিকবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় কোম্পানির সিকিউরিটি ইনচার্জ আবদুল জলিল বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পরদিন মঙ্গলবার (২৭ নভেম্বর) ইনচার্জ আবদুল জলিল বাদী হয়ে দ্রুত বিচার আইনে আদালতে ছয়জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতানামা আরও ১০/১২জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

মামলায় আসামীরা হলো; উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের ছবুর মিয়ার ছেলে মামুন (৩৭), একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের রাজু (৩৮), আশফালিয়া গ্রামের টুটুল (৩৫), কুলাসার গ্রামের নয়ন (৪০), সোনাইছা গ্রামের আবুল হাসেমের ছেলে কামাল (২৮), শিলরী গ্রামের তাহের পাটোয়ারীর ছেলে শুভ (২৭)।

লিখিত অভিযোগে এবং আদালতের মামলায় সিকিউরিটি ইনচার্জ উল্লেখ করেন, নির্মাণকাজ চলমান অবস্থায় উল্লেখিত আসামিরা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীদের নিকটে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করছিল বেশ কয়েকদিন ধরে। বিবাদীগণ বিভিন্ন সময় কোম্পানির লোকজনকে হুমকি দিয়ে বলে, উল্লেখিত চাঁদা না দিলে যে কোন সময় নির্মাণকাজ বন্ধ করে দিবে। চাঁদা না দেয়ায় গত (২৮ নভেম্বর) বিকেল সোয়া ৩ টায় বিবাদীগণ আকস্মিকভাবে ঘটনাস্থলে এসে কোম্পানির দায়িত্বপালনরত লোকজনের অতর্কিত আক্রমণ করে। চাঁদাবাজরা কোম্পানির অফিস কক্ষে জোর পূর্বক প্রবেশ করে কোম্পানির একটি ডিভিডি নিয়ে যায়। বের হওয়ার সময় মুল ফটকে তালা মেরে দেয়। এঘটনায় আমরা ৯৯৯এ কল দিলে পুলিশ আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করলে আমরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করি।

কোম্পানির কর্মকর্তারা জানান, বিবাদীগণ গত সোমবার রাতে আবারো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় নির্মাণকাজে ব্যবহৃত ২টি ভেকু মেশিন, অফিস কক্ষ, কর্মচারীদের থাকার ঘর ভাংচুর করে। যাওয়ার সময় কোম্পানির দুই পাশের দুই ফটকে বড় দুইটি তালা মেরে দেয় এবং চাঁদা না দিয়ে তালা খুললে উপস্থিত কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, এ ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত ব্যবস্থা নেয়া হবে।

আর পড়তে পারেন