চৌদ্দগ্রামে বিজিবির উদ্যোগে ৬ শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিজিবির উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় সীমান্তবর্তী জনসাধারণের মাঝে মোট ৬০০টি শীতকালীন কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম, অতিরিক্ত মহাপরিচালক ও রিজিয়ন কমান্ডার, উত্তর-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, সরাইল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার, কুমিল্লা এবং অধিনায়ক, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সদস্যরা।
উল্লেখ্য, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি আর্ত-মানবতার সেবায় নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয় জনসাধারণের মাঝে বিজিবির প্রতি বিশ্বাস ও আস্থাকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।











