চৌদ্দগ্রামে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী জয়নাল আবেদীনকে বিরোচিত সংবর্ধনা

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী জয়নাল আবেদীনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগ ফুলেল শুভেচ্ছা প্রদান ও কেক কাটা হয়। পরবর্তীতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা জয়নাল আবেদীনকে বিভিন্ন উপহার দিয়ে সম্মানিত করেন। বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে চলাচলের জন্য একটি বাইসাইকেল এবং নগদ অর্থ উপহার স্বরূপ প্রদান করা হয়। এছাড়াও শিক্ষকদের হোন্ডা বহরের সাথে সুসজ্জিত একটি গাড়ি দিয়ে জয়নাল আবেদীনকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
জয়নাল আবেদীন ১৯৯৩ সালে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী পদে যোগদান করেন। গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে তিনি অবসর গ্রহণ করেন। এই প্রতিষ্ঠান ছাড়াও আরো কয়েকটি প্রতিষ্ঠানে জয়নাল আবেদীনের চাকরীর অভিজ্ঞতা রয়েছে। শুভেচ্ছা বক্তব্যে তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। অফিস সহকারী হিসেবে যোগদান করলেও অফিসের পাশাপাশি শ্রেণীতেও তিনি পাঠদান করতেন। তাঁর অনেক শিক্ষার্থী বর্তমান মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতাসহ দেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন।