শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে স্থিতিশীল উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে “চৌদ্দগ্রাম পৌরসভার” উদ্যোগে পৌর সম্মেলন কক্ষে শনিবার দুপুরে ‘গ্রীণ মিউনিসিপলিটি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ভারতের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. তাপস পাল।

পৌর মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে পৌর সচিব হারুনুর রশীদ, উপ-সহকারী প্রকৌশলী আবদুল আলিম, প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভাধিন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধানগণ, ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. তাপস পাল বলেন, ‘সবুজ পৌরসভা ও টেকসই উন্নয়নের জন্য সর্বক্ষেত্রে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। এতে করে সমাজের প্রচলিত কুসংস্কার নিঃশেষ হয়ে সুন্দর সমাজ গড়ে উঠবে। এসময় তিনি নগর উন্নয়নের জন্য কার্যকরী বিভিন্ন গবেষনা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

আর পড়তে পারেন