বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জামিন পেলেন কুমিল্লার সিটি মেয়র সাক্কু

আজকের কুমিল্লা ডট কম :
মে ৯, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টার ঃ

ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করার পর তিনি জামিন পান। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র সাক্কুর ছোট ভাই আইনজীবী কাইমুল হক রিংকু।

এদিকে ২০ এপ্রিল সাক্কুর মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়ে গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের এক মাসের মধ্যে শপথ নেয়ার বিধান রয়েছে। আগামী ১১ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর মেয়র হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে।

গত ১৮ এপ্রিল সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে সাক্কু দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। এ অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলাটি করেন।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে এ মামলায় চার্জশিট দাখিল করা হয়। উল্লেখ্য-গত ৩০মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে সাক্কু ২য় বারের মতো মেয়র নির্বাচিত হন।

আর পড়তে পারেন