শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে আ’লীগ নেতাকে মারধর, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৯, ২০২০
news-image

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির মুন্সিকে মারধর করার ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

গত ২১ আগষ্ট মারধরের ঘটনার সাতদিন পর আদালতের নির্দেশে ২৩ জনের নামে তিতাস থানায় মামলাটি রুজু করা হয়।

মামলার প্রধাণ আসামী উপজেলার ভিটকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা।

আওয়ামীলীগ নেতা জাকির মুন্সি জানান, গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে জাকির মুন্সি ও আবুল হোসেনের মধ্যে প্রতিযোগিতা হয়। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আবুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার ছেলেদের সন্ত্রাসী কর্মকান্ডে এলাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আমার জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়ে ২১ আগষ্ট আমার উপর হামলা করে চেয়ারম্যানের ছেলেরা। এখন টাকা পাওনার মিথ্যা অভিযোগ তুলছে আমার নামে।

আর পড়তে পারেন