শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৪, ২০২২
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

থাইল্যান্ডের শীর্ষ আদালত দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচাকে তার সরকারি দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিরোধী জোটের এক মামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় বুধবার এই রায় ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা ৮ বছর করায় ওচার অপসারণ চেয়ে দেশটির আদালতে বিরোধীদের দায়ের করা একটি পিটিশনের শুনানির সিদ্ধান্ত হয়েছে।

খবরে বলা হয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেছেন আদালত। দেশটির সংবিধান মতে, থাইল্যান্ডে আট বছরে বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। তবে কৌশলে ক্ষমতা ধরে রেখেছেন প্রায়ুথ চান-ওচা।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদের সীমার বিষয়ে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এ জন্য ২৪ আগস্ট থেকে প্রায়ুতের সব সরকারি দায়িত্ব স্থগিত করেছেন আদালত।

আদালত এক বিবৃতিতে বলেছেন, বিরোধীদের করা আবেদনের গ্রহণযোগ্যতা থাকায় সর্বসম্মতভাবে সেটি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছেন আদালত।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাত করে ২০১৪ সালে দেশটির প্রধানমন্ত্রী হন তৎকালীন সেনাপ্রধান প্রায়ুথ।

পরে ২০১৯ সালে এক বিতর্কিত নির্বাচনে জয় পেয়ে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ পুরোপুরি তার সামরিক জান্তার অধীনে।

আর পড়তে পারেন