বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে পুনরায় মেয়র নির্বাচিত হলেন সেইন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৪, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি পৌর নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন। অন্যদিকে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের সেলিম সরকারের শোচনীয় পরাজয়ে দলটির নেতাকর্মীরা অবাক হয়েছেন। কেননা ভোটের হিসেবে নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেনি ধানের শীষ।

দাউদকান্দি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নাইম ইউসুফ সেইন বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৪ হাজার ৪৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে মোহাম্মদ আবু মুছা ভোট পেয়েছেন ১ হাজার ৩৬ ভোট।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো.কামরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

উৎসবমুখর পরিবেশেই ইভিএম পদ্ধতিতে দাউদকান্দি পৌর নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে গণনার পর ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী নাইম ইউসুফ সেইন নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। গত নির্বাচনেও তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন।

দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।

এদিকে সংরক্ষিত মহিলা ১ আসনে বিজয়ী হয়েছেন তাছলিমা বেগম (জবা ফুল ), ২ আসনে নুরুন নাহার (আনারস) ও ৩ আসনে লাভলী আক্তার (চশমা) সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আ.হক মীর (পাঞ্জাবী), ২ নং ওয়ার্ডে মো.শামীম মিয়া (পানির বোতল ) ৩ নং ওয়ার্ডে মো. মোয়াজ্জেম হোসেন (ঢেঁড়শ), ৪ নং ওয়ার্ডে সাকিব আহমেদ (ডালিম), ৫ নং ওয়ার্ডে বিল্লাল হোসেন খন্দকার সুমন(পাঞ্জাবী) ৬ নং ওয়ার্ডে মো.সালাউদ্দিন (উট পাখি),৭ নং ওয়ার্ডে এনামুল হক এমেল (উট পাখি), ৮ নং ওয়ার্ডে মো. দেলোয়ার হোসেন প্রধান (উট পাখি) ও ৯ নং ওয়ার্ডে মো. রকিব উদ্দিন রকিব(উট পাখি )।

আর পড়তে পারেন