বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে বেকারির পণ্যে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ দেওয়ার অপরাধে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২২, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বেকারি পণ্যে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ দেওয়ার অপরাধে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকায় ‘আল-মদিনা বেকারি অ্যান্ড ফুড প্রোডাক্টসের’ স্বত্বাধিকারী আবুল ইসলাম চৌধুরীকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আল-মদিনা বেকারি অ্যান্ড ফুড প্রোডাক্টসে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং গরুর চামড়ায় ব্যবহৃত লবণ দেওয়ায় প্রতিষ্ঠানের মালিক আবুল ইসলাম চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আর পড়তে পারেন