দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দাউদকান্দিতে আলোচিত সম্রাট মামুন হত্যা মামলার প্রধান আসামি মো. আবু সাত্তারকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিচারিক আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেন।
গত শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডে মামুনকে কুপিয়ে হত্যা করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর অনুমানিক সাড়ে ৪টায় এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী। গ্রেপ্তার আবু সাত্তার দাউদকান্দি পৌরসভার নূরপুর গ্রামের (১ নম্বর ওয়ার্ড) হাশেম মিয়ার ছেলে।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, সোমবার রাতে তিনি পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেন।