শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮ ঘর পুড়ে ছাঁই

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০২৩
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে।

বুধবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় চান্দিনা উপজেলার গল্লাই কংগাই দক্ষিণপাড়া গ্রামের ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে ওই গ্রামের মতিন মাস্টার এর ছেলে জাকির হোসেন এর ১টি, তার ভাই জামাল হোসেন ২টি, মালেক মিয়ার ছেলে তাজুল ইসলাম এর দুইটি ও মিজানুর রহমান এর ৩টি ঘর পুড়ে যায়। এর মধ্যে ৫টি বসত ঘর।

একই বাড়ির বিল্লাল হোসেন জানান, প্রবাসী তাজুল ইসলাম এর বসত ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে পাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। সবাই কৃষি কাজে ব্যস্ত থাকায় কোন ঘর থেকেই কোন প্রকার মালামাল বাহির করা সম্ভব হয়নি। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ৮টি ঘর পুড়ে যায়। এতে স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্রসহ অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়ছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবার।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন