বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ ট্রাক্টরে আগুন দিলেন ইউএনও

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৬, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে গোমতীর চরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুটি ট্রাক্টরে আগুন দিলেন ইউএনও।

মঙ্গলবার বিকালে গোমতী নদীর লক্ষ্মীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার সময় একটি ড্রেজার এবং দুটি ট্রাক্টরে আগুন দেওয়া হয়।

এর আগে গোমতীর চর থেকে প্রভাবশালী সিন্ডিকেট কর্তৃক অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধাওয়া করলে বেশ কিছু ট্রাক্টর পালিয়ে যায়। দুটি ট্রাক্টরকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন-নবী তালুকদারের নির্দেশে আটক ট্রাক্টর দুটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

ইউএনও বলেন, প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘ দিন যাবত গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। এরই মাঝে দফায় দফায় অভিযান পরিচালনা করলেও মাটি কাটা বন্ধ করেনি সিন্ডিকেটের সদস্যরা। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন ট্রাক্টরের মালিক ও শ্রমিকরা পালিয়ে গেলে কাউকে জরিমানা করা যায়নি। গোমতী নদীকে বাঁচাতে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন। যারা মাটি কাটার সঙ্গে জড়িত এদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ অভিযান চলমান থাকবে।

আর পড়তে পারেন