শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে উপজেলা পরিষদ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৫, ২০১৯
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা পরিষদ শিক্ষা বৃত্তি-২০১৯ প্রদান অনুষ্ঠান বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকামা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,কারীগরি ও মাদ্রাসার শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত ২৭৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে ১৪০০টাকা নগদ অর্থ প্রদান ও বৃত্তির সনদ প্রদান করা হয়।

ওই বৃত্তি অনুষ্ঠানে উপজেলার শীর্ষ স্থানীয় জিপিএ-৫পাপ্ত দেবিদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’র ছাত্র-ছাত্রীর উপস্থিতির মধ্যে দিয়ে প্রথম সারিতে বৃত্তির সনদ গ্রহণ করেন উপজেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী রেয়াজউদ্দীন পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫৬ জন ছাত্র-ছাত্রী, উপজেলার তৃতীয় স্থান অধিকারী মফিজ উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪১জন ছাত্রীসহ উপজেলার সকল জিপিএ-৫পাপ্ত ছাত্র-ছাত্রীগণ।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম (ওমানী), মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব’র উপদেষ্টা সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ
মোঃ জহিরুল ইসলাম, দেবিদ্বার ইসলামিয়া ফাজির মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা মোঃ আলাউদ্দীন, জাফরগঞ্জ মীর আবদুল গফুর বিশ^বিদ্যালয় কলেজ’র প্রভাষক ও কেন্দ্রিয় ছাত্রলীগ সাবেক সদস্য মোঃ সাইফুল ইসলাম শামিম, রেয়াজ উদ্দীন পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, জাফরগঞ্জ গংঙ্গামন্ডল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মোসলে উদ্দীন, সুলতানপুর ফাজিল মাদ্রাসা’র অধ্যক্ষ মোঃ কবির আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক(জিএস)মান্নান।

শিক্ষাথীদের উদ্যোশে উপস্থিত বক্তরা বলেন- দেশ ও জাতীর কল্যাণে তোমাদের মেধা আরও বিকশিত করতে হবে। তার জন্য তোমরা মোবাইল ফোনের প্রতি ঝুকি না বাড়িয়ে পাঠ্যপুস্তকের প্রতি মনোনিবেশ করে লিখা-পড়ায় এগিয়ে যেতে হবে। তাই তোমরা পড়া লেখায় অদম্য পরিশ্রমী হয়ে দেশ উন্নয়নে তোমাদের অবস্থান অনেক এগিয়ে নিয়ে যাবে।

আর পড়তে পারেন