দেবিদ্বারে এক পিকআপ চালকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে মহসীন হোসেন (৪৮) নামে এক পিকআপ চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ নভেম্বর) ভোরে দেবিদ্বার এলাকার ভিরাল্লা বাসস্ট্যান্ডের মসজিদের সামনে পার্ক করা মুরগির বাচ্চা বহনকারী পিকআপ ভ্যানের ড্রাইভারের নিস্তেজ অবস্থায় থাকা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে নামাজ শেষে মুসুল্লিরা গাড়িতে মহসীনকে স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে নিস্তেজ অবস্থায় দেখতে পান। ৯৯৯-এ খবর দেওয়ার পর দেবিদ্বার থানার পুলিশ ঘটনাস্থল থেকে মহসীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সঙ্গে থাকা মানিব্যাগ, টাকা-পয়সা ও কাগজপত্র অক্ষত পাওয়া গেছে। দেবিদ্বার ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো হত্যাকাণ্ড নয়; স্ট্রোকের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। নিহত মহসীন গাজীপুরের কাপাশিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, নিহতের স্বজনরা এসে লাশ সনাক্ত করেছে। নিহতের হার্টে পূর্বে ২টি রিং পড়ানো ছিল। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে প্রেরন করা হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সময় ও কারণ জানা যাবে।











