শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৫, ২০১৭
news-image

মো. জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার:
এমসিএইচ-সার্ভিসেস ইউনিট’র ব্যববস্থাপনায় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহের ২৪ঘন্টায় নরমাল ডেলিভারী সেবা জোরদার বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক অর্থ উপমন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি।
দেবিদ্বার উপজেলার এমসিএইচএফপি ডা. আফসানা ইসলাম এনি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ -পরিচালক মাহবুল করিম, এমসিএইচ সার্ভিসেস ইউনিট ( প্রোগ্রাম ম্যানেজার) ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডা: এ বি এম সামছুদ্দিন আহমেদ, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদিন,কুমিল্লা জেলা মহিলা আওয়ামলীগ সভানেত্রী ও জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য শিরিন সুলতানা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডা: আহম্মেদ কবির, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ইউপি চেয়ারম্যানদের পক্ষে মো. মোস্তফা কামাল চৌধুরী,ভানী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’র উপসহকারী কমিউিনিটি মেডিকেল কর্মকর্তা ডা: মো. ময়নাল হোসেন ভ‚ইয়া প্রমূখ।

 

আর পড়তে পারেন