শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৮, ২০২১
news-image

মোঃ জামাল উদিন দুলাল ;
কুমিল্লার দেবিদ্বারে তফাজ্জল হোসেন নামে এক পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে দুই পরিবারের জমিসংক্রান্ত বিরোধের জেরে শাবল দিয়ে আব্দুল্লাহ বিন মামুন নামে এক কিশোরের পায়ের গোড়ালির রগ কেটে ফেলার অভিযোগে এ মামলা করা হয়।

আহত মামুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত ১২ মে সকাল ১০ টায় দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের বজলু মাস্টারের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

মামলার বাদী কুলসুম আক্তার বলেন, পুলিশের কনস্টেবল তোফাজ্জল হোসেনের পিতা থেকে প্রায় ১২ বছর পূর্বে আমার প্রবাসী স্বামী ৬ শতাংশ জমি কেনেন। সেখানেই আমরা বসবাস করছি। ঘটনার দিন বাড়ির সীমানায় আমার ছেলে মামুন গাছের পরিচর্যা এবং নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার সংবাদে তিনি বাড়িতে এসে আমার ছেলের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধারালো শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাতে হত্যার চেষ্টা করেন।

অভিযুক্ত পুলিশের কনস্টেবল তোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

মামলার বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্তের পরই সত্য-মিথ্যা বলা যাবে।

আর পড়তে পারেন