শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ‘মনোয়ারা-মজিদ ফাউন্ডেশন’র আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩০, ২০১৮
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকোট এলাকায় ‘মনোয়ারা-মজিদ ফাউন্ডেশন’ এর আয়োজনে শুক্রবার সকালে প্রবীন হাসপাতালে প্রায় তিন শতাধিক রোগীকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও ঔষধ বিতরণ করা হয়েছে।

প্রবীন হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোখলেছুর রহমান এর সভাপতিত্বে ও ‘মনোয়ারা-মজিদ ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক মোঃ মুতালিব মুন্সী’র সঞ্চালনায় আয়োজিত চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ বাসার সরকার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন রনি, শ্রমিক নেতা আইন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বারুর আলী হোসেন উচ্চ বিদ্যারলেয়ের প্রধান শিক্ষক মোঃ মোকতল হোসেন ‘মনোয়ারা-মজিদ ফাউন্ডেশন’র সদস্য মোঃ নাজমুল হাসান মুন্সী, আতিকুর রহমান সরকার, মোঃ মনিরুজ্জামান, স্থানীয় সমাজ সেবক মোঃ মফিজুল ইসলাম মুন্সী, মোঃ বাবুল মুন্সী, সফিকুল ইসলাম মুন্সী, মোস্তফা মুন্সী ও ইব্রাহিম ক্যাশিয়ার প্রমূখ। এদিকে ‘মনোয়ারা-মজিদ ফাউন্ডেশনএর কার্যক্রম ২০১২ সাল থেকে দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিন ইউনিয়নের বনকোট গ্রামের প্রবীন হাসপাতালে শুরু করে এই পর্যন্ত ৭টি চক্ষু চিকিৎসা শিবির প্রোগ্রামের আয়োজন করে ৩০ টাকার টিকেটের বিনিময়ে সাড়ে ৪ হাজার চোখের রোগীর সেবা দিয়েছে এই সংগঠনটি। এদের মধ্যে ৩২৫ জন অসহায় দরীদ্র রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, লেন্স লাগানো ও চশমা প্রদান করা হয়। এ ছাড়াও প্রতি শুক্রবার এম.বি.বি.এস ডাক্তার দ্বারা ৫০ টাকা ভিজিটের বিনিময়ে মা ও শিশু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

আর পড়তে পারেন