শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ২৬ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০২০
news-image

মোঃ জামাল উদিন দুলাল , দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ২০১৯-২০ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুমের সামনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উত্তম কুমার কবিরাজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইদুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল হাসান ও রাসেদুজ্জামান সহ আরো অনেকে।

তবে প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিজন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

আর পড়তে পারেন